ভিন্ন খবর
বিয়ের মঞ্চে উল্টো ছবি। বিয়ে করে নতুন বউকে বাড়ি নিয়ে যাবেন বর। কনকাঞ্জলি পর্বের আগে বাড়ির বড়রা নবদম্পতিকে আশির্বাদ করছেন। তার মধ্যেই শোনা যাচ্ছে কান্নার সুর।
ঘরের মেয়ে পরের ঘরে যাচ্ছে, স্বাভাবিকভাবেই অশ্রুস্নাত গোটা পরিবার। নববধূর চোখের কোনেও চিকচিক করছে পানি। এরই মধ্যে হাউহাউ করে কান্না জুড়ে দিয়েছেন বর। রুমাল দিয়ে মুখ ঢেকে সে কি কান্না তার। ওদিকে ভিডিও হচ্ছে, খেয়ালই নেই তার।
একটা সময় কান্না থামাতে বরকে সান্ত্বনাও দিতে দেখা যায় নববধূকে। যদিও তাতে কাজ হয়নি। সদ্য বিবাহিত স্ত্রীর হাত সরিয়ে দেন স্বামী। কিছুতেই কান্না থামেনি বরের। স্বামীর এমন কান্না দেখে তো হেসেই ফেলেন স্ত্রী।
গোটা ঘটনাটাই ক্যামেরাবন্দি করে রেখেছিলেন প্রতিবেশিরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। তবে এ ঘটনা কোথাকার তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি ভারতের কোনো এক স্থানের বিয়ে বাড়ির ঘটনা।
দেখুন সে ভিডিও…