বিশেষ প্রতিবেদন
রোজা রেখে বিমানে ভ্রমণ করছিলেন এক ব্যক্তি। কিন্তু সাথে ইফতার নিতে পারেননি তিনি। আর তাই ইফতারের সময় হলে বিমানবালার কাছে পানি চান তিনি। ওই বিমানসেবিকা তাকে আসনে বসতে বলে চলে যান। কয়েক মিনিট পর এক বোতল পানি নিয়ে ফিরে আসেন তিনি। সঙ্গে ট্রে-তে করে দুটি স্যান্ডউইচও আনেন তিনি। এ ছাড়া আরও খাবার ও পানি লাগলে জানানোর অনুরোধ করে যান মঞ্জুলা (বিমানসেবিকা)।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঘটনাটি ভারতের। এয়ার ইন্ডিয়ার বিমানে করে গোরক্ষপুর থেকে দিল্লি আসছিলেন রিফাত জায়েদ নামের ওই যাত্রী।
বিমানবালার এমন ব্যবহারে রিতীমতো মুগ্ধ হন রিফাদ। একটি ছবিসহ পুরো ঘটনাটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেন।
সূত্র:বিডি২৪লাইভ