বিশেষ প্রতিবেদন
গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার যে উড়োজাহাজ বিধ্বস্ত হয়, তা পাইলট আবিদের মানসিক হতাশা ও তা থেকে নেওয়া একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে হয়েছে।
এ ঘটনা তদন্তে নেপাল সরকারের পক্ষ থেকে যে তদন্ত টিম গঠন করা হয়, তাদের দেওয়া এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
নেপালি গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট তদন্ত প্রতিবেদনের ওই কপি হাতে পেয়েছে দাবি করে এক প্রতিবেদনে এসব কথা বলেছে।
গণমাধ্যমটি বলছে, প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা থেকে কাঠমান্ডু যেতে এক ঘণ্টা সময়ের মধ্যে পাইলট আবিদ ’বেপরোয়া’ আচরণ করেছেন। এমনকি ককপিটে বসেই অনবরত ধূমপান করেছেন।
গত ১২ মার্চ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইটের উড়োজাহাজটি বিধ্বস্ত হলে ৫১ জন মারা যায়। এর মধ্যে ২৭ জন বাংলাদেশি।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট বলছে, ক্যাপ্টেন আবিদ সুলতান ব্যাপকভাবে মানসিক হতাশা ও দুশ্চিন্তায় ছিলেন এবং এর ফলশ্রুতিতে তিনি একের পর এক যে ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
ফ্লাইটের শুরু থেকেই আবিদ সুলতান অস্বাভাবিক আচরণ করেছেন দাবি করে নেপালি তদন্ত কর্মকর্তারা বলেছেন, অবতরণের ছয় মিনিটি আগে পাইলট নিশ্চিত করেন যে, প্লেনের ল্যান্ডিং গিয়ার পড়ে বন্ধ হয়ে গেছে।